শ্রীলেখার ঠোঁটে ‘লাভ বাইট’, গোমর ফাঁস করলেন নিজেই


 মেকআপহীন লুকে সেলফি পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে তার ঠোঁটে জ্বলজ্বল করলো ‘লাভ বাইট’। যাকে অভিনেত্রী উল্লেখ করলেন, ‘আদরের চিহ্ন’ বলে। এরপরই তা জল্পনা তুঙ্গে থাকার কথা। কে আদর করলো শ্রীলেখাকে, তাও জানতে চাইবে নিশ্চয়ই অনেকে। কিন্তু তিনি সেই সুযোগ দেননি।শ্রীলেখার পোষ্যপ্রেম কারও অজানা নয়। অভিনেত্রীর বাড়িতে একপাল সারমেয় রয়েছে, দেশি-বিদেশি কুকুররা দাপিয়ে বেড়ায় তার বাড়ি। শ্রীলেখার পোস্টে তার অনেক ভক্তও কমেন্ট করে জানিয়েছে, এই ভালোবাসার চিহ্ন হারহামেশাই তারাও লাভ করে থাকেন নিজেদের পোষ্যর থেকে।একটি বিজ্ঞাপনকে ঘিরে শ্রীলেখার রোষ। সেখানে এক দেশি কুকুরের ছবি দিয়ে বলা হয়েছে, ভারতীয় হতে পেরে গর্ববোধ করুন। দেশি কুকুরকে বাড়িতে পোষ্য করে নিন’। ‘দেশি’ শব্দটা নিয়ে আপত্তি অভিনেত্রীর। এই বিজ্ঞাপন তাকে মনে করিয়ে দিয়েছে পরাধীন ভারতের কথা।

Post a Comment

0 Comments