পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো লিলি


 নেইমার-এমবাপ্পেকে ছাড়াই ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লিলের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। এতে ফলও পেয়েছে হাতে নাতে।  লিগ জয়ী লিলের বিপক্ষে পেরে উঠেনি কাপ জয়ী পিএসজি। 
রোববার ইসরাইলের তেল আবিবে ১-০ গোল ব্যবধানে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের হারিয়েছে লিলে। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা)।দলে এখনো যোগ দেয়নি আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। নেইমার এবং ডি মারিয়ার তো এখনো কোপার বাতাস গা থেকে যাচ্ছেই না। অন্যদিকে মৌসুম শুরু হওয়ার আগে নিজের ইচ্ছেমতো অবসর সময় কাটাচ্ছেন এমবাপ্পে। দলের প্রধান তিন তারকাকে ছাড়া যে প্রতিপক্ষে ডি-বক্সে আক্রমণ ভালোভাবে হবে না- সেটা আগে থেকে অনুমিতই ছিল। ম্যাচেও ঘটেছে তাই।অন্যদিকে লিলেও একের পর এক আক্রমণে পিএসজির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত করে রাখে। এরই ফলশ্রুতিতে প্রথমার্ধের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে লিলে। এ সময় পর্তুগিজ তারকা মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার(জ্যাকা) কল্যাণে গোল পেয়ে ১-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় লিগ জয়ীরা।কিন্তু দক্ষ ফিনিশিংয়ের অভাবে বারবার থেমে গেছে প্রতিপক্ষের ডি-বক্সের আগেই। 
ফলে শেষ পর্যন্ত ম্যাচে গোলের দেখা পায়নি পচেত্তিনোর শিষ্যরা। আর তাতেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিলে।

Post a Comment

0 Comments