মাছের মুখে মানুষের মতো দাঁত

 

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক জেলের জালে ধরা পড়েছে এমন এক মাছ, যার দাঁতগুলো দেখতে মানুষের দাঁতের মতো। সারিবদ্ধ এবং একটি থেকে আরেকটি স্বতন্ত্র। 
ফেসবুকে শেয়ার করা জলজ প্রাণীর এই ছবিটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে এবং লাখো মানুষকে হতবাক করেছে।মাছটির ওপরের ও নিচের চোয়ালের দাঁতগুলোর গঠন এমন, যেগুলো দিয়ে গিলে ফেলার আগে খাদ্যকে চূর্ণ বা নিষ্পিষ্ট করার কাজ করা হয়। এগুলো মূলত পেষণদন্ত হিসেবে পরিচিত। মাছটির নাম রাখা হয়েছে শিপসহেড ফিশ বা ভেড়ার মাথাঅলা মাছ।এই মাছটির ছবি এ পর্যন্ত তিনশ’ শেয়ার হয়েছে। অসংখ্য লোক তাতে কমেন্ট করেছেন। বলেছেন, এরকম মাছ তারা আর কখনো দেখেনি।এর দাঁত দেখছি আমার দাঁতের চেয়ে সুন্দর, মজবুত।
অবশ্য ফেসবুকে পোস্ট মাছটির ছবিকে ফটোশপের কেরামতি বলেও সন্দেহ করেছেন কেউ কেউ। পামেলা নামের একজন লিখেছেন, আমার দেখা সবচেয়ে খারাপ ফটোশপ এই ছবি।তবে তারা এটিকে খাওয়ার মতলব ত্যাগ করে তার জায়গায় ফিরে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন।
কিছু লোক অবশ্য ছবিটিকে বিশ্বাস করেননি। তবে তারা বলেছেন, এধরনের মাছ বাস্তবে আছে। এরা সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এরা সাধারণত ১০ থেকে ২০ ইঞ্চির মতো লম্বা হয়। এদের পিঠে তীক্ষ্ণ কাঁটা রয়েছে। এরা সবধরনের খাবারই খেয়ে থাকে।

Post a Comment

0 Comments