মাতৃত্বকালীন বিরতির পর শুটিংয়ে ফিরলেন শুভশ্রী

 

আগামী মাসেই এক বছর পূর্ণ করবে টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর ছেলে ইউভান। তার আগেই ছবির শুটিংয়ে ফিরলেন শুভশ্রী। সোমবার কলকাতায় শুটিং হলো ছবিটির।
এর আগে অবশ্য বেশ কয়েকটি রিয়ালিটি শো'তে দেখা গেছে শুভশ্রীকে।এ নিয়ে বারবার ট্রোলড হয়েছেন তিনি। তবে গত চার মাসে জিম- ডায়েট করে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ফটোশুটে তার ছবি দেখে অবাক হয়েছেন ভক্তরা।এই ছবিতে শুভশ্রীর নায়কের ভূমিকায় রয়েছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালক অঙ্কুশ হাজরা।২০১৪ সালে 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে প্রথমবার পর্দায় দেখা যায় অঙ্কুশ-শুভশ্রী জুটিকে। পরিচালক বাবা যাদবের সুপার ন্যাচারাল থ্রিলারে একসঙ্গে ফের দেখা যাবে তাদের।গত বছর মার্চে আটকে যায় সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবির শ্যুটিং। এরপর শুভশ্রীর সন্তান হওয়া আর করোনার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গোটা টিমকে।২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয় এই ছবির শ্যুটিং। এখনও নাম ঠিক হয়নি অঙ্কুশ-শুভশ্রী জুটির এই ছবির। তবে ফার্স্ট লুক পোস্টার প্রশংসা পেয়েছে।

Post a Comment

0 Comments