চলতি সপ্তাহে বার্সেলোনার জার্সিতে ১০০ ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা আন্তোনিও গ্রিজম্যান। শততম ম্যাচ খেলার পর এই ফরোয়ার্ড জানান, বার্সার সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘ করতে চান তিনি। খেলতে চান আরো কমপক্ষে ১০০ ম্যাচ।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দারুণ জয়ে লা লিগার এবারের আসর শুরু করেছে বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের প্রথম একাদশেই ছিলেন গ্রিজম্যান। এই খেলাতেই ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন তিনি। বার্সার জার্সিতে তিনি আরো ১০০ ম্যাচ খেলতে চান। বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে এই তারকা ফরোয়ার্ড বলেন, এই মাইলফলকে পৌঁছে আমি গর্বিত ও খুশি। আমি আশা করি আরো ১০০ ম্যাচ খেলতে পারব এবং এই ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে আমার সর্বোচ্চ দিয়ে যাব। আমি মাঠে ও মাঠের বাইরে আক্রমণে ও রক্ষণে দলকে সহায়তা করতে চাই। বার্সায় আমি পুরোটা সময় উপভোগ করতে চাই।গ্রিজম্যান বার্সার হয়ে লা লিগায় ৭২টি, চ্যাম্পিয়নস লিগে ১৬টি, কোপা দেল রেতে ৯ ও স্প্যানিশ সুপার কাপে তিনটি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৩৫টি।


0 Comments