করোনাকালে নতুন ট্রেন্ড ‘ওয়ার্ক ফ্রম হোম’। অর্থাৎ এখন জ্বর বা শরীর খারাপ হলেও অফিস থেকে নিস্তার নেই। বাড়িই এখন পরিণত হয়েছে অফিসে। গত দু’বছর ধরে এ শব্দের সঙ্গে সবাই বেশ পরিচিতও হয়ে গেছে। কিন্তু এ কী কাণ্ড? বিয়ের আসরেও অফিসের কাজ থেকে রেহাই মেলেনি বরের। বিয়ের আসরে বসে অফিসের কাজ করলেন বর; কাজ শেষ হওয়ার পরই বিয়ে করতে বসলেন।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে এই কঠিন সময়ে এসেও মানুষের মুখে হাসি। নেটিজেনদের অনেকে নানা ট্রল করছেন। বরের আশপাশে বেশ কয়েকজন আত্মীয়স্বজন রয়েছেন। রয়েছেন পুরোহিতও। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু একটু পরেই দেখা গেল বরের কোলে ল্যাপটপ! বিয়ে করতে এসেও ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিলেন তিনি। কাজ শেষ হওয়ার পরই বিয়ে করতে বসেন।এরপর অবশ্য বর কাজ সেরে ল্যাপটপটি অন্যের হাতে দিয়ে বিয়েতে মনোযোগ দেন।


0 Comments