একা কখনো কোথাও যাইনি

 

প্রতি বছর ঈদ উপলক্ষ্যে বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেও এবার করোনাভাইরাসের কারণে কোনো কিছুতেই ছিলেন না জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। এমনকি ঈদে নতুন একটি ছবি মুক্তির কথা থাকলেও সেটি হয়নি। ঈদ উদযাপন ও অভিনয়বিষয়ক নানাবিধ প্রসঙ্গে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনিমহামারির কারণে সেভাবে তো আনন্দ উদযাপন করার কোনো সুযোগ নেই। ঈদের আগে সময়টা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়েই কেটেছে। আর ঈদের দিন ঘরেই ছিলাম।ঈদের পরদিন আমরা দেশের বাইরে ছুটি কাটাতে যাই। মহামারির কারণে এবার সেটি হয়নি। কিন্তু বাচ্চারা তো ঘরে থাকতে চায় না। তারা বেড়াতে যেতে চায়। তাই ঈদের পরদিন সিলেটের একটি রিসোর্টে ছুটি কাটাতে এসেছি। এখানে বাচ্চাদের নিয়ে নিরিবিলি কিছু সময় কাটাব।
তাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। ভাবিও না। বিয়ের পর যেখানে বেড়াতে গিয়েছি তার সঙ্গেই গিয়েছি। একা কখনো কোথাও যাইনি। মূলত আমরা তার সঙ্গে যাই। বাচ্চারাও বাবার সঙ্গটা খুব উপভোগ করে।
* কুরবানি ঈদে আপনাদের নতুন ছবি ‘দিন : দ্য ডে’ মুক্তি দেওয়ার কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে। সেটা হয়নি কেন?নতুন আরও একটি ছবির কথা শোনা যাচ্ছে। সেখানেও কি আপনি অভিনয় করবেন?
** চীন, নরওয়ে ও পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় একটি ছবির বিষয়ে আলোচনা চলছে। বলা যায় অনেকটা চূড়ান্ত। ওই ছবিতে আমারও অভিনয় করার কথা রয়েছে। কার রেসিং নিয়ে ছবিটি নির্মিত হবে। এতে মূল চরিত্রে অভিনয় করবেন অনন্ত।

Post a Comment

0 Comments