শুধু ব্রাজিল নয়, ফাইনালে রেফারিকেও হারাতে হবে যে করে আর্জেন্টিনার্।

 


কোপা আমেরিকার এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চূড়ান্ত লড়াইয়ের আগে লিওনেল মেসির দলকে সতর্ক করেছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলভার্ট। তার মতে, কোপার ফাইনালে শুধু ব্রাজিলকে হারালেই হবে না। এর পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে আর্জেন্টিনাকে।প্রায় প্রতিবারই দুই দল মুখোমুখি হলে এর সঙ্গে যোগ হয় নানা বিতর্কও। আর ম্যাচটি যদি হয় কোপা আমেরিকার ফাইনাল- তখন যেন সবকিছুরই মাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়।রেডিও কন্টিনেন্টালকে দেয়া সাক্ষাৎকারে এই কিংবদন্তি বলেন, ‘মেসি ও তার দলকে ব্রাজিল, নেইমার এবং রেফারির বিপক্ষে জেতার জন্য প্রস্তুতি নিতে হবে।’চিলভার্টের রাগ ও ক্ষোভ মূলত পেরু ও প্যারাগুয়ের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে। সেই ম্যাচটিতে প্রথমে গোল করেছিল প্যারাগুয়ে।মূলত এ কারণেই সতর্কবার্তা শোনালেন চিলভার্ট। তিনি বলেন, ‘পেরু-প্যারাগুয়ে ম্যাচে রেফারি যা করল তা ভয়াবহ রকমের বাজে ছিল। খুবই দৃষ্টিকটু ছিল।’ফাইনালে মেসির কাছ থেকে আরো একটি জাদুকরী পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়েছেন চিলভার্ট।আমি মেসিকে আরো ৩-৪ গোল করতে দেখতে খুশি হবো।তাই মেসি ও তার সতীর্থদের হাজারগুণ ভাল খেলতে হবে।’

Post a Comment

0 Comments