চার মাসে ৭ কেজি ওজন কমিয়েছেন মিম বিস্তারিত দেখতে নিচে দেখুন।

 


মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফিটনেসের নতুন ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। চার মাসে সাত কেজি ওজন কমিয়েছেন তিনি। ফিটনেসের রহস্যও খোলসা করেছেন। 

অভিনেত্রী বলেন, 'আমি তো সব সময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা এখন অবসর বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে সাত কেজি ওজন কমিয়েছি। আরও কিছু ওজন কমানোর ইচ্ছা আছে। শারীরিকভাবে ফিট থাকলে মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘ্নিত হয়।'দীপংকর দীপন পরিচালিত ছবিটি হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার। ছবিতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দেখা যাবে মিমকে। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী।  তার চরিত্রে থাকবে নানান উত্থান-পতন ও নাটকীয়তা।'

Post a Comment

0 Comments