কেয়া পায়েল। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি বেশ কিছু নাটকে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
দর্শক আপনাকে পর্দায় নানা ধরনের চরিত্রে দেখছেন, এসব চরিত্রে অভিনয়ের জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান?
যতটুকু পারি নিজের চরিত্র নিয়ে আলাদা ভাবার চেষ্টা করি। কেমন হতে পারে তাদের স্বভাব, চলাফেরা, সামাজিক দৃষ্টিভঙ্গি- তা নিয়ে কিছুটা পড়াশোনা করি। যেসব চরিত্রে অভিনয় করেছি, তার সবই চোখে দেখা এমন নয়। যেজন্য এটুকু করতেই হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে সহশিল্পী ও নির্মাতাদের সহযোগিতা পেয়েছি। তাই চরিত্র যেমনই হোক, পর্দায় তুলে ধরতে ভয় পাইনি।দর্শকের ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করি। আবার এদিকেও খেয়াল রাখি, যে কাজ করছি তা সমালোচনার মুখে ফেলবে কিনা। তাই সেই কাজটি করতে চাই, যা নিজের মনকে খুশি করবে এবং দর্শকেরও ভালো লাগবে। তারকা খ্যাতির জন্য স্রোতের জোয়ারেও গা ভাসাতে চাই না। কারণ আমি তারকা নয়, অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখি।
অভিনয়ের ব্যস্ততায় মডেলিং থেকে কি সরে এসেছেন?
মডেলিং থেকে সরে আসিনি। অভিনয়ের ব্যস্ততার জন্যই এখন মডেলিং করা হয়ে উঠছে না।


0 Comments