পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। একটা সময় বিদেশে বহু মডেলিং করেছেন তিনি। কলেজে পড়ার সময় মডেলিংয়ের প্রস্তাব পান এ নায়িকা। কিন্তু শুরুতে অনেক আপত্তিকর প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেন তিনি।হিরো’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন। অল্পদিনেই নিজের অবস্থান তৈরি করা নার্গিস হটাৎই কাজ কমিয়ে দেন।এতদিন কোনো কথা না বললেও সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারের অভিনয় অনিমিয়ত হওয়া প্রসঙ্গে কথা বললেন তিনি। পরিচালকদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় অনেক কাজ তার হাতছাড়া হয়েছে বলে জানান এই অভিনেত্রী। যদিও বলিউডে কাজ পেতে এ ধরনের প্রস্তাব নতুন কিছু নয়। এর আগেও একাধিক তারকা এ নিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।ক্যারিয়ারে অনেক কাজ হাতছাড়া হয়েছে, কারণ পরিচালকদের যৌন চাহিদা মেটাতে তিনি রাজি হননি। পরিচালকের চাহিদা মেটাতে না পারায় কাজ হারাতে হয় তাকে। তিনি আরো বলেন, ‘বিশ্বের যে কোনও প্রান্তে মডেলিয়ে কোনও রাখঢাক থাকে না। যখন তখন বিজ্ঞাপনের জন্য নগ্ন হওয়ার হুকুম আসে। এই সব কিছুর সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না।’ শচীন যোশির সঙ্গে ‘অমাবস্যা’ ছবিতে। ছবিটি মোটেও আলোচনায় আসতে পারেনি। তারপর থেকেই অনেকটা আড়ালে চলে যান এ অভিনেত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


0 Comments