সহিদ রহমানের লেখা আলোচিত গল্প 'মহামানবের দেশে' নিয়ে এবার নির্মিত হলো একক নাটক। নাম 'হন্তারক'। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল।
এ নাটকের মধ্য দিয়ে অনেক দিন পর টিভি পর্দায় দেখা যাবে নন্দিত অভিনেতা আহমদে রুবেলকে। অভিনয় করেছেন সুষমা সরকার, রাশেদ মামুন অপু, মাসুম বাশার, হিন্দোল রায় প্রমুখ। সে আবেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সমগ্র বাঙালি জাতির মধ্যে।
অনলাইন পত্রিকার সাংবাদিক নবনিতা অপেক্ষায় আছেন, ফাঁসির রায় কার্যকর হলে তার পত্রিকায় লিড নিউজ করার জন্য। কবিতায় বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে জীবন নাশের হুমকি পাওয়া কবি শুভাশীষও আছেন কাঙ্ক্ষিত রায় শোনার।অন্যদিকে ঘাতক শাহারিয়ারের স্ত্রী নিন্মি স্বামী হারোনার শোক নয়, বহু বছর বয়ে বেড়ানো কলঙ্কমুক্তির জন্য প্রহর গুনছে।
এমনই গল্প নিয়ে নির্মিত 'হন্তারক' নাটকটি আসছে ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে বলে নির্মিতা জানান।


0 Comments