মেসিকে কঠোর বার্তা দিলেন নেইমার

 

যে লড়াই ঘিরে দুই ভাগে ভাগ হয়ে যায় গোটা বিশ্ব। চোখে চোখ রেখে চায়ের কাপে ঝড় তোলেন দুই দলের সমর্থকরা।রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই লড়াই হবে দুই বন্ধুরও। বার্সায় খেলার কারণে নেইমারের একসময়ের সতীর্থ মেসি। সেই মেসির বিপক্ষেই আজ মাঠে নামতে হচ্ছে নেইমারের।নেইমার জানালেন, কোপার ফাইনালে কোন বন্ধুত্ব নয়, শত্রু হিসেবেই মেসির বিপক্ষে খেলবেন তিনি।তেমন আর্জেন্টিনারও। সেই কবে বিশ্বকাপ জিতল তারা, কোপা জিতেছে সর্বশেষ ১৯৯৩ সালে। এরপর আর দেখা দেয়নি বড় কোনো শিরোপা। অন্যদিকে বয়সে ছোট হলেও নেইমারও এখনো কোপার স্বাদ পাননি। দুজনেই চান চ্যাম্পিয়ন হতে। আগেও সবসময় বলেছি, আমি যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে মেসিই সেরা এবং তিনি আমার ভাল বন্ধুও।আমি তাদের হারিয়ে এই শিরোপা জিততে চাই, জিতলে এটাই আমার প্রথম কোপা জয় হবে।’ব্রাজিল না থাকলে সবসময় মেসির জন্য গলা ফাটিয়েছেন তিনি। নেইমার বলেন, ‘মেসি সব সময়ই জাতীয় দলের হয়ে একটি শিরোপা জয়ের প্রত্যাশী। তখন আমি প্রতিবারই তার জয় কামনা করেছি, তাকে সমর্থন জানিয়েছি।’

Post a Comment

0 Comments