একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি


 রঙিন পর্দার গ্ল্যামারাস নায়িকা পরীমনি। যাকে ফর্মূলা ছবিতেই বেশি দেখেছেন দর্শক। তবে সিনেমা ছাড়াও তিনি নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত। যেমন, এবার তিনি ছয়টি গরু কোরবানি দিয়েছেন।
কোরবানির জন্য কেনা গরু প্রসঙ্গে পরীমনি বলেন, আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সেরা গরু কেনার চেষ্টা করি এবং একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই।পরীমনি বলেন, প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে কোরবানি দিয়েছি। আমার ইচ্ছা প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ।
২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং সর্বশেষ করোনা মহামারির মধ্যে ২০২০ সালে পাঁচটি গরু কোরবানি করেন।

Post a Comment

0 Comments