সম্প্রতি খুশি তার গ্ল্যামারে পরিপূর্ণ বেশ কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে বড় বোন জাহ্নবী কাপুর হয়ত চ্যালেঞ্জের মুখে পড়বেন। ক্রপ শার্টের সঙ্গে প্যারালাল বা সমান্তরাল প্যান্টে খুশি কাপুরকে অত্যন্ত সুন্দর লেগেছে। পার্লে ব্রেসলেট ও মিনিমল নেকপিসে দুর্দান্ত দেখতে লেগেছে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে।
জাহ্নবী-খুশির ছোট কাকা সঞ্জয় কাপুর ও তার স্ত্রী মহিপ কাপুর ছবিগুলি দেখে খুশির প্রশংসা করেছে। শানায়া কাপুর খুশির ছবি দেখে লিখেছেন ‘ওয়াও’। খুশির সব থেকে প্রিয় বন্ধু নব্যা নবেলি নন্দা লিখেছেন ‘ওহ ওকে’।জাহ্নবী কাপুর কমেন্টে লিখেছেন রানি আমি কি একটু কাঁদতে পারি? জাহ্নবীর এই মন্তব্যে ভক্তরা বেশ ভাল করেই রিঅ্যাক্ট করেছেন। কেউ কেউ বলছেন খুশির সৌন্দর্য জাহ্নবী সহ্য করতে পারছেন না।
বেশিরভাগ সময়েই খুশি কাপুর তার হট ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। মাঝে মধ্যেই খবর আসে খুব তাড়াতাড়ি খুশি কাপুর বলিউডে এন্ট্রি নেবেন।


0 Comments