ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের শোচনীয় হার

 

হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩ রানে হারিয়ে সিরিজে সমতা নিশ্চিত করলো জিম্বাবুয়ে। এদিন প্রথমে ব্যাট করে ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সিরিজে স্বাগতিকরা সমতায় (১-১) ফেরায় শেষ ম্যাচটি হয়ে থাকলো সিরিজ নির্ধারণী। 
১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ছন্নছাড়া বাংলাদেশ। দলীয় ১৭ রানের মাথায় দুই উইকেট হারায় সফরকারীরা। নাইম শেখ ৮ বলে ৫ রান ও সৌম্য সরকার ৭ বলে ৮ রান করে মাঠ ছাড়েন। গত ম্যাচে তিনে ব্যাট করা মাহমুদউল্লাহ এই ম্যাচে নামেন পাঁচে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দলকে বিপদে ফেলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর স্কোরকার্ডে ১ রান যোগ হতেই অধিনায়কের পথ ধরেন মেহেদী। মাসাকাদজার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মারা মেহেদী পার করতে পারেননি সীমানা। লং-অফে ধরা পড়লেন রায়ান বার্লের হাতে। ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ, ৫৩ রানেই হারায় ৫ উইকেট।

Post a Comment

0 Comments