গতকাল পর্যন্ত টেনশনে ছিলাম: ফারিণ

 

গতকাল পর্যন্ত খুবই টেনশনে ছিলাম। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছি। সেটা আবার ফারুকী ভাইয়ের মতো একজন নির্মাতার। সেটা গতকাল রাতে রাতে রিলিজ হয়েছে।এখনও যে খুব চিন্তামুক্ত আছি তা নয়। দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছি।' শুক্রবার সমকালের সঙ্গে কথা হয় তখন এক নিঃশ্বাসে কথাগুলো বলছিলেন তাসনিয়া ফারিণ। ওয়েব সিরিজটি নানা দিক দিয়ে ব্যতিক্রম।এটি মোস্তফা সরওয়ার ফারুকীর নির্মিত প্রথম ওয়েব সিরিজ। প্রথম ফারিণেরও। প্রযোজক হিসেবে আছেন নুসরাত ইমরোজ তিশা। আর এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ,আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া ও ইরেশ যাকেরের মতো বড় বড় অভিনেতারা। রয়েছেন মারিয়া নূর ও হাসান মাসুদসহ একঝাঁক তারকার উপস্থিতি।গোপন রাখতে হয়েছে যাবতীয় তথ্য। দীর্ঘ দিন কাজ করায় কাজটির প্রতি যেমন সবার প্রত্যাশা বেশি ছিলো তেমন জন্মেছে মায়াও। ফারিণ বললেন, 'তিন থেকে চার মাসের মতো সময় দিয়েছি সিরিজটির জন্য। এ সময়টা অন্য কোনো কাজে সময় দেইনি। বুঝতেই পারছেন কাজটির প্রতি কতটা ডেডিকেটেড ছিলাম। তাই প্রত্যাশাও বেশি কাজটি নিয়ে।'  একদিনের মাথায় কাজটির প্রতিক্রিয়া আসাটা দুস্কর। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু খেয়াল করলে দেখবেন যারা কাজটি দেখেছেন তারা ভালো লাগার কথা জানিয়েছেন। তারা নিজেরাই কাজটি দেখতে অন্যদের উৎসাহ দিচ্ছেন। কাজ ভালো হলে দর্শকরা নিজেরাই সেটার প্রচার করে। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান'এর বেলায় তেমনটি হচ্ছে।' সেটা করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। খুব গুরুত্বপূর্ণ কাজ না হলে বাইরে বের হচ্ছেন বলে জানালেন তিনি। আসছে ঈদে ফারিণ অভিনীত ডজন খানেক নাটক প্রচার হতে পারে বলেও ইঙ্গিত দিলেন ফারিণ। 

Post a Comment

0 Comments