হস্তমৈথুনের সময় হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল এক ব্যক্তির। এরপর কোনো রকমে প্রাণে বাঁচেন তিনি। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ করেছে ‘জার্নাল অব স্ট্রোক অ্যান্ড সেরিব্রোভাসকুল্যার ডিজিজ’। ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই রিপোর্টে। জাপানের ওই ব্যক্তির বয়স ৫১। দিনের মধ্যে বেশ কয়েকবার হস্তমৈথুনের অভ্যাস ছিল তার। কিন্তু একদিন সেই অভ্যাসের জন্যই হঠাৎ বিপদ ঘনিয়ে এল জীবনে। ওই দিন হস্তমৈথুনের পর হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা হতে শুরু করে ওই ব্যক্তির। তারপর বমি হওয়া শুরু হয়। অসুস্থ অবস্থায় তিনি চলে যান নাগোয়া সিটি হাসপাতালে। সেখানে একাধিক পরীক্ষা করা হয়। দেখা যায়, তার শরীরে রক্ত চাপ কমে এসেছে। উপসর্গ হিসাবে মাথা ধরা, ঝাপসা দৃষ্টি ক্রমে বাড়তে থাকায় চিকিৎসকরা সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন।সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দু’সপ্তাহ ধরে চলে চিকিৎসা। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
চিকিৎসকরা বলেছেন, এই অভ্যাসের জন্য তার মাথার ভিতরের ধমনী ক্ষতিগ্রস্ত হয়েছিল। হতে পারে যৌন উত্তেজনা অত্যাধিক হওয়ার ফলেই তার শরীরে প্রভাব পড়তে শুরু করেছিল। যা পরবর্তীতে বড় আকার ধারণ করে।


0 Comments