নিশো-তিশার ‘এক মুঠো প্রেম

 

একজন কবি কবিতা, গল্প এসব লেখালেখির মধ্য দিয়েই জীবন পার করেন। তাদের লেখার প্রেমে পড়ে অনেক সুন্দরী। কিন্তু কবিদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো তারা প্রেম করে সুন্দরী মেয়েদের সঙ্গে কিন্তু তাদের বিয়ে করে নিয়ে যায় কোন ডাক্তার বা ইঞ্জিনিয়ার। নাটকে কবি হয়েছেন আফরান নিশো ও প্রেমিকা হলেন তানজিন তিশা। নাটকের নাম ‘এক মুঠো প্রেম’। বাস্তবেই মতই নাটকে কবির জীবনে ঘটতে থাকে নানান ঘটনা। 
নাটকটি রচনা করেছেন ফাহিম হাসান ও জাকারিয়া সৌখিন। সেই নাটকটি আজ ৯টা ৩০ মিনিটে দেখতে পারবেন এন টি ভি তে প্রচারিত করা হবে।

Post a Comment

0 Comments