সংবাদ মাধ্যমের সঙ্গে খুব কম কথা বলেন নুসরাত জাহান। কিন্তু নেটমাধ্যমে নিজের মনের কথা প্রকাশ করতে পিছপা হন না সাংসদ অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলেও তেমনই করলেন হবু-মা। কার উদ্দেশে এমন বার্তা দিলেন নুসরাত? নিছক অনুরাগীদের উদ্দেশেই এই বার্তা, নাকি বিশেষ কারো জন্য এই কথা বললেন নুসরাত? সে প্রশ্নের উত্তর যদিও অভিনেত্রী ছাড়া কেউ জানেন না।
ঈদের দিন হাতে রং তুলি তুলে নিয়েছিলেন নুসরাত। তার ইনস্টাগ্রাম স্টোরিতে ফুটে উঠল প্রেমের বার্তা। যেখানে ‘লভ বার্ডস’-এর ছবি আঁকতে দেখা গিয়েছিল তাকে।
কিন্তু রূপক অর্থে নয়, আক্ষরিক অর্থেই ‘লভ বার্ডস’-এর ছবি একেছিলেন নুসরাত। অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবেই নিজের সময় কাটাচ্ছেন সাংসদ-অভিনেত্রী।


0 Comments