বিয়ের আসরে জ্ঞান হারালেন কনে, ভয়ে বরের পলায়ন

 

ভারতে সম্প্রতি এক বিয়ে বাড়িতে ঘটে গেল অবাক করা ঘটনা। বিয়ের আসরে হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন কনে এবং তা দেখে ভয়ে দৌঁড়ে পালান বর। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তাই দেখে ভীত বর গলার মালা খুলে পালাতে চেষ্টা করেন। কনের পাশে থাকা কয়েকজন নারী বরকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসর থেকে চলেই যান তিনি।
নিরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি ইনস্টাগামে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন। তবে ভারতের ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। জানা যায়নি কনে কেন অজ্ঞান হয়ে গেছেন। শেষমেশ বিয়ে হয়েছিল কী না তাও জানা যায়নি।

Post a Comment

0 Comments