এক সঙ্গে কাঁদলেন, এক সঙ্গে হাসলেন

 

মারাকানা স্টেডিয়ামে ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন নেইমার। ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। অন্যদিকে একই সময়ে কান্না করতে দেখা যায় লিওনেল মেসিকেও। তবে তার কান্না ছিল আনন্দের, জীবনের প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের সুখের। কিছুক্ষণ পর সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখন নেইমারকে কাঁদতে দেখে তার কাছে এসে জড়িয়ে ধরেন মেসি। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সেরা দুই খেলোয়াড়ের এই মিলন দেখে আবেগে আপ্লুত হয় ফুটবলবিশ্ব।
এর কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফেরেন মেসি ও নেইমার। সেখানে দেখা যায় বিপরীত দৃশ্য। এবার মেসি ও নেইমার কেউ কাঁদছিলেন না। দুজনেই ছিলেন বেশ উৎফুল্ল, হাসিমুখে। সেখানে মেসির সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় নেইমারকে। দীর্ঘ চার বছর বার্সেলোনার জার্সিতে মেসির পাশে খেলেছেন নেইমার। এই ফরোয়ার্ড পিএসজিতে গেলেও দুজনের বন্ধুত্ব হালকা হয়নি। সেটাই যেন আরেকবার প্রমাণ হলো ফাইনালের মঞ্চে। 

Post a Comment

0 Comments