কুকুরের জন্য নতুন ধরনের প্যারাসুট তৈরি করেছে রাশিয়া। যেসব জায়গায় বিমান অবতরণ করতে পারে না, সেসব জায়গায় প্যারাসুটের সাহায্যে এসব কুকুর পাঠানো হবে। কুকুরদের প্যারাসুটে অবতরণ করার জন্য প্রশিক্ষণও দিচ্ছে রুশ সেনাবাহিনী।কিন্তু দুর্গম অঞ্চলে প্রবেশের জন্য অনেক সময় বিমান অবতরণ করতে পারে না। সেজন্য সেনাদের সামরিক সহায়তা পাঠানো মুশকিল হয়ে পড়ে। এমন সমস্যা দূর করতে এবার কুকুরকে কাজে লাগানোর পদেক্ষপ নিয়েছে দেশটির সেনাবাহিনী।কুকুরকে প্যারাসুট প্রশিক্ষণ দেওয়ার ঘটনা রাশিয়ায় এটিই প্রথম। এই ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে তারা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি চেয়ারম্যান পিনচার এবং জার্মান শেফার্ড কুকুর চার হাজার মিটার উঁচু থেকে প্যারাসুটে করে সফলভাবে অবতরণ করে।নিচে নামার আগে কুকুরগুলো ভয় পায়। তবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। কুকুরের জন্য বিশেষ ধরনের প্যারাসুট তৈরি করা হয়েছে। এই প্যারাসুট এমনভাবেই তৈরি করেছে যেন কুকুরের সমস্যা না হয়। কুকুরের মনিবকে সঙ্গেও নিয়েও ঝাঁপ দেওয়ার মতো প্যারাসুট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ শেষে কুকুরগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে।


0 Comments